নিকষ কালো রজনী পোহায়
প্রভাতীর আলো!
দিবালোকের সূর্য;
রাতের চন্দ্র লাগে ভাল ||
নিশির মধ্য-গভীরে
যদি উঠে রবি গগনে!
নিশাচরে উদ্ভ্রান্ত হয়ে
ছুটিবে সেই লগনে ||
দিবাকর ঢেকে দিলে
অমাবস্যার চাঁদে-
দিবাচর কম্পিত হৃদে
প্রভু বাঁচাও বলে কাঁদে ||
যেথায় যা হবার
প্রকৃতির নিয়মে তাই ঘটে!
বিশ্ব চরাচরে এসে
অন্যের সান্নিধ্যে রয় বটে ||
ক্রমানুসারে বাঁধা মান
ক্ষমতার অধীনের কাছে !
অবহেলায় না মেনে প্রভাব
ডিঙায় অনুজের পাছে ||
অধিপ নক্ষত্র হতে
বালুচরের ক্ষুদ্র পরমাণুর তরে!
নিয়তির বিধি-বিধান
পরম যতনে রাখে ধরে ||
মানব কুলে জন্ম নিয়ে
ভাঙ্গিও না নিয়ম প্রকৃতির!
নেতৃত্বের নেতা ডিঙিয়ে
ভাবিও না তুমি বীর ||
সম্মানিত যারা সম্মান পায়
সে-ই পাবার যোগ্য!
অকুণ্ঠ সম্মান প্রদর্শনে
ফিরাবে তোমারও ভাগ্য ||