আর কতটুকু প্রজ্বলিত হলে
সোনা হওয়া যায় ?
নিন্দার দহনে অন্তর গহীনের
মিশ্রিত খাদ শুকায় ?
অবশিষ্ট বলে বাকী নেই তবু
সোনা কোথা হবে ?
সোনা জলে আবরিত হলেই কি
সোনা হয় ভবে ?
সোনালী দ্যুতি ছড়ালেই তারে
নাহি বলে সোনা!
নিন্দুকের মিথ্যা সুতায়
ভালবাসা যায় না বুনা!
সোনা হবে বলে শিলা প্রকোষ্ঠে
হাজার বছর চাপে;
ত্যাজ্য করি খাদ নীরবে-
নিভৃতে বসবাস তাপে!
তবু সেই কলঙ্ক মাখা-
লেগে রয় সোনালী গায়!
খনিতে যদি কলঙ্ক থাকে
সোনার কি আছে দায় ?
নিন্দুকের নিন্দা আষ্টে-পৃষ্ঠে
জড়িয়ে ছড়াও দ্যুতি!
নিজে পুড়ে খাদ হয়ে ঝরে
ছড়াবে তোমার জ্যোতি।