স্বভাব যদি
আপন ভাল
অন্তরে ভিন্ন!
দেখুক লোকে
নিজের কর্মে
সাধুর চিহ্ন ||
মধুর বাক্যে
হৃদয় ভরে
অনেক ভাল!
সরলা ভাবে
হারানো মনে
সবই পেল ||
আপন স্বার্থে
নর্দমায় সে
কুড়ায় রত্ন!
অন্যের তরে
প্রতিদানে সে
বৃথাই যত্ন ||
সাধুর কর্ম
সৎ সাধন
ন্যায়ের প্রতি!
অবিচল সে
নিজের পথে
টলে না রতি ||
ভণ্ড ফকির
লম্পট মনে
রসের ভাণ্ড!
সুযোগ বুঝে
হাসিল করে
স্বার্থ প্রকাণ্ড ||