বাতাসে ভেসে আসে সালাম, সুতীক্ষ্ণ কর্ণ
ভান করে না শোনার; বোঝায় অর্ধ-কালা!
জলদ-গম্ভীর মুখ, দেখেও না দেখার ভান
হন-হন চলে পাঁজেরোতে, আছে কর্মশালা।
বিশিষ্ট শিক্ষাবিদ, আছে কত সমঝদার-
জনাবের পাত্র সেজে ভাললোকি কারবার!
বড়-বড় ডিগ্রি, আছে কত লাল-নীল সনদ
শুধু দেয় স্বাক্ষর, ড্রাফট কাটে বার বার।
ধমকিতে থর-থর, কেরানী চোখ মুদে-
বলে, “লেখা পড়া শিখেন নাই কিচ্ছুই”!
ড্রাফট হাতে কেরানী, কিবোর্ডে চেপে বলে-
“কাটবি তো কাট, লিখে দে বেটা তুই”।