সকাল গড়িয়ে বিকেল হয়েছে
আরো খেতে চাই ভাত!
পাওয়ার তরে হানাহানি করে
তুলেছি গায়ে হাত।
আপনারে ল'য়ে মত্ত রয়েছি
হাওয়া দিয়েছি পালে!
খাওয়ার তরে ঘাম ঝরিয়ে
হাত রেখেছি ভালে।
বুঝিলাম যখন মাথার কেশ
হয়েছে অর্ধ শূন্য!
আহা মরি-মরি বেলা গেল
দাও গো একটু পুণ্য।
অনুতাপ-অনুশোচনার জল
গড়িয়ে পড়ে পাতে!
মানুষ ঠকায়ে ফুটানো ভাত
উঠে না এখন হাতে।
খাইব বলে শত ব্যঞ্জনায়
সাজালাম থরে-থরে!
করি হায়-হায় আর সময় নাই
এখন খাইবে পরে।
কত বলেছি এ'সব আমার
নিও না অন্য সবে!
যাইব ফেলে সহে না দিলে
আর নাহি থাকিব ভবে।