কাক ডেকে কয়, ওরে বোকা মুনিয়া-
খাঁচা ভেঙে দেখ এসে মুক্ত দুনিয়া।
কি সুখানুভূতি পাও ক্ষুদ্র সে ঘরে ?
মুক্ত মনে আমি উড়ি দুনিয়ার 'পরে।
মুনিয়া ক্ষোভিত সুরে ডেকে তারে কয়;
দেখতে তুমি কুৎসিত তাই নেই ভয়।
মোহিনীয় রূপ আমায় করেছে রুদ্ধ-
কদাকার দেহ লয়ে তুমি হলে শুদ্ধ ।
কোকিল শোধায়, শোন ওরে ময়না
ঘরে বন্দি কেন গায়ে জড়ায়ে গয়না ?
আমি উড়ি ডালে ডালে বসন্তের কালে
তুই কেন শিকল পড়ে থাকিস এ’হালে?
ময়না বিদ্রূপের হাসিতে হেসে কয়-
মানুষের কথা মুখে বলি, তাই যে ভয়।
ঠিক কথার মূল্য নেই, শুধু বাড়ে রাগ-
মুখে মধুর মিথ্ ঢেলে, ফুটে শত বাগ।
সেই সুরেলা ডাকে সাজে কত ফন্দি;
আমি স্পষ্টবাদী বলেই হয়েছি বন্দি।