আমরা যে যার মতই হই, সবার মনের মত নই!
নিজের লাভে নিজের কাজে, নিজের কথাই কই!!
কারে বলি হায়, নিজের কথা ভাই
যারে বলি বলে, শোনার সময় নাই
নিজের দুঃখ নিজের ভিতর আপনা আপনি সই!
নিজের লাভে নিজের কাজে, নিজের কথাই কই!!
পরের যত দুখ, শোনার আমি লোক
দুঃখ দিয়ে দুঃখ ঢেকে পালন করি শোক
পরের শত দুঃখ দেখে নিজের দুঃখ ভুলে লই!
নিজের লাভে নিজের কাজে, নিজের কথাই কই!!
এতেই আমি সুখী, দুঃখ যত রুখি
শত দুঃখ সয়ে-সয়ে হই নিজের মুখী
এমন সুখী হইয়েই আমি জীবন টারে বই!
নিজের লাভে নিজের কাজে, নিজের কথাই কই!!