তোমায় দু’চোখে দেখিনি আমি অনেক ক্ষুদে বার্তা পড়েছি!
একটু একটু করে তোমারে আমার অন্তর দিয়ে ফেলেছি!!
প্রথম বার্তায় কৌতূহল ছিল, না জানি পাবে কে?
ফিরতি বার্তায় সংশয় হলো, ছেলে না মেয়ে সে?
শঙ্কিত মনে ভাবনা ভাবিয়া কত যে ক্ষুদে বার্তা দিয়েছি!
একটু একটু করে তোমারে আমার অন্তর দিয়ে ফেলেছি!!
কথা হয়নি মুঠো-ফোনে, যেদিন স্বরবার্তা পেলাম
কণ্ঠে তোমার সুরেলা টানে প্রেমিক বনে গেলাম!
অন্তরে অন্তর দিয়ে মনে হয় তোমায় আমি কাছে পেয়েছি!
একটু একটু করে তোমারে আমার অন্তর দিয়ে ফেলেছি!!
আরও কাছে নাও গো টেনে, মনটা যেন সাদা পাই
তোমার লোভে সব ছাড়িলাম, আর যে কেহ নাই!
এখন তুমি আমার কূলের তরী অন্য সব ঠিকানা ভুলেছি!
একটু একটু করে তোমারে আমার অন্তর দিয়ে ফেলেছি!!