ওহে মানুষরূপী ভাইরাস
ধরণীর বুকে কর বসবাস
কুরে-কুরে রক্ত-মাংস খাও ভূতলে-
ভাইরাস হয়ে তুমি ডোবাও রসাতলে!
ভেবেছ কখনো? বিপন্ন পৃথিবী বাঁচলে তুমি বাঁচবে;
সুস্থ পৃথিবীর সুফলা-শ্যামলায় একদা তুমিও হাসবে ||
জ্বরাক্রান্ত দেহ যেমন হয়
বাঁচা-মরার থাকে যে ভয়
আপ্রাণ চেষ্টায় প্রতিরোধ গড় নিজে-
তোমার যন্ত্রণায় অতিষ্ঠ ধরা, দেখ খুঁজে!
বাঁচার কি যে তাড়না, বৈদ্য খুঁজে সঞ্জীবনী সুধা;
ধরণীর এমনি শত ব্যাকুলতা, তরিয়ে শত বাঁধা ||
চোখ-কান একটু দেখ খুলে
পতন অনিবার্য তোমার ভুলে
অপচয়, অপব্যবহার, নষ্ট করোনা ভূমি-
ছিল চৌদ্দপুরুষ, থাকবে সন্তান ও তুমি!
হয়েছে শেষ, আছে যতটুকু এখনি হও তুমি সাবধান;
পৃথিবী বাঁচাও প্রকৃতি বাঁচাও, সকলে গাই বাঁচার গান ||