(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মদিন স্মরণে)
চাইনা তোমার জমিদারী
চাইনা বাড়ী গাড়ি!
হস্তখানা দাও গো আমায়
যেন কাব্য লিখতে পারি ||
জ্ঞানীমহলে নেইকো দাম
বাড়ী গাড়ী আর স্বর্ণ!
জমিদারী যতই থাকনা
একদিন হবে চূর্ণ ||
কিন্তু তোমার হস্তখানার
অমূল্য সেই লেখণী!
লিখবো গীতি ছন্দ কথা
প্রয়োজন হল এখনি ||
দাওনা তব দাওনা মোরে
করছি তোমায় মিনতি!
তোমার মুক্ত হস্তখানা
আমায় দিলে কি ক্ষতি?
লিখতে চাই তোমার মতো
যখন তুমি থাকছনা!
তোমার মুক্ত হস্ত দিয়ে
যখন কাব্যচিত্র আঁকছনা ||
এবার তোমার দিতেই হবে
শুনবোনা আর মানা!
দিতে যখন হবেই তোমার
দাওনা তবে হাতখানা ||
কবিগুরু তুমি হলে-
ছিলে মস্ত জমিদার!
তোমার চেয়ে বড় কবি
দাবী করে সাধ্যকার ||
যদি তোমার হস্ত পেয়ে
আমার ফুটে কাব্য-বাগ!
তোমার মহত গুনে-
আমার সাথে করোনা রাগ ||