বুলবুলি তোর গানে
এতো মিষ্টি কেন বল ?
রোজ সকালে ঘুম জাগাতে
করিস এত ছল!
গানের সুরে প্রাতঃস্বপন
ঝাপসা হয়ে আসে;
বুলবুলি তোর ছন্দ-সুরে
প্রিয়ার মুখটি ভাসে!
কত রঙের কথার যাদু
সুর সাগরের বাহন;
মধুর সুরে ডাকিস রে
তুই প্রেমের আবাহন!
কানের কাছে সুর-লহরি
মিষ্টি মধুর লাগে;
ঘুমের ঘোরে আলতো চুমুয়
বন্ধু যেমন জাগে!
রূপটি তোর কৃষ্ণ-কালো
মনটি খুবই ভাল;
মাথায় টোপর পরিস রে তুই
জ্বালিস প্রেমের আলো!
বুলবুলি তুই আমার প্রিয়
আমার বউটি যেমন;
ভোর বেলাতে সুরে ডাকে
ঘুম ভাঙানি অমন!