ও শ্রমিক ভাই মজদুর সবাই-
               এবার জাগো আর ডর নাই!!

শক্ত হাতে ধরো হাতিয়ার              
সামন্তবাদী হও হুঁশিয়ার;
               মেহনতি মানুষের ঘামের মূল্য
               পরিশোধের দিন এসেছে ভাই!

শরীরের রক্ত পানি করে                
দিনে দিনে তোল গড়ে;
               দালান বাড়ি কল-কারখানা
               সুন্দর সাজানো বিশ্ব চাই!

কুলি-কামার চাষি-চামার          
সময় এখন নেইকো থামার;
               এক হয়েছে জাগ্রত সবাই
               সাম্য-ঐক্যের জয় গান গাই!

মে দিবস দিয়েছে ডাক                
মিথ্যা প্রতারণা দূরে রাখ;
               হাত মিলাও দুনিয়ার মজদুর
               আজ অধিকারের ঝাণ্ডা উড়াই!