কোকিল ডাকিয়া কয়
ওরে দেঁড়ে কাক!
মুখে মিষ্টি দেয়নি তোর
শুনি কর্কশ ডাক ||
আমার সুরেলা গানে ঐ-
বনে ফুল ফুটে!
তোর রুক্ষতায় ঝালাপালা
শান্তি যায় ছুটে ||
কাক হেন ডাকিয়া কয়
হেঁড়ে গলা ছেড়ে!
আমার গড়া ধন নাও
চাতুরী করে কেড়ে ||
প্রতিবাদী হয়েছি বলেই
শুনো কঠিন গলা!
সত্যবাদীর উচিৎ কথা
যায়না মিষ্টি বলা ||
ছলচাতুরী প্রতারণা করে
তুমি হও সুরেলা!
সত্য-ন্যায়ের পথে আমার
কষ্টে কাটে দু’বেলা ||