আজি এ’ক্ষণে
পাতায় পড়ছো
কে গো কাব্যানুরাগী!
মনের বাতায়নে
ছন্দময় চিত্রপটে
আঁক নিশি জাগি ||
চিত্রিত চিত্রে
আনাড়ি হস্তে
অস্পষ্ট আঁকা-জোঁকা!
শততম প্রয়াসে
কাব্য-বাগে
ফুটলো থোকা-থোকা ||
প্রথম প্রচেষ্টায়
হৃদ-কম্প বেড়ে
মনের অভিশঙ্কা!
যদি না দিতে পারি
কাব্য-সুরে বা
না বাজে ডঙ্কা ||
তোমাদেরই প্রণোদনায়
তিলে-তিলে
কাব্য সঞ্চারী!
ধাপে-ধাপে
শতকের পাতায়
আজ লেখনীর আচারী ||
আরও দিও
বিচারিত রায়
অনুযোগে পাতা ভরে!
মাজন করে
পূনঃ দিতে পারি
যেন আগামীর তরে ||