ওরে- মেঘনা পাড়ের বেভুল নেয়ে
আসছে ধেয়ে, দুষ্টু মেয়ে- রে
এলোকেশে, পাগলা বেশে, হানবে আঘাত একটু পর!
সময় থাকতে, মান রাখতে, নিজের ঘর সামাল কর!!
তোর- নায়ের গলুই রয়েছে ভাঙা
উঠছে ঢেউ, ফুঁসছে গঙ্গা- রে
পাহাড় হয়ে, যাবে বয়ে, শক্ত করে হাল ধর!
সময় থাকতে, মান রাখতে, নিজের ঘর সামাল কর!!
আবার- বৈঠায় তোর ধরছে ঘুণে
চালা নৌকা দেখে-শুনে- রে
মাজায় বল, দিয়ে চল, ভেঙে গেলে বৈঠা তোর!
সময় থাকতে, মান রাখতে, নিজের ঘর সামাল কর!!
এখন- নৌকার তলায় হইছে ফুটা
গুণ টেনে জলদি গুটা- রে
দুষ্টু মেয়ে, আসছে ধেয়ে, ভাসবি কেমনে মেঘনার পর?
সময় থাকতে, মান রাখতে, নিজের ঘর সামাল কর!!
নইলে- তুই যদি ডুবে মরিস
বিষম ফেরে যখন পড়িস- রে
আল্লা-রসুল নাম নিয়ে তোর বুক-টান করে দিস ভর!
সময় থাকতে, মান রাখতে, নিজের ঘর সামাল কর!!