পশ্চিমের ওই কৃষ্ণাম্বরে
পুঞ্জ মেঘে ভাসে!
ফাঁকে-ফাঁকে রুদ্র ঝিলিক
খিট-মিটিয়ে হাসে ||
হিংসা-ক্ষোভের শত জ্বালায়
জ্বলছে আকাশ ফুঁড়ে!
উঁচু নিচুর বেদ ভেদাভেদ
দেখছে ঘোরে ঘোরে ||
যেথায় পাবে স্বার্থ-বাদী
আপন নিয়েই ব্যস্ত!
পাগলা হাওয়ার দাপট দিয়ে
করবে তারে ত্রস্ত ||
শত হুংকার মাথায় নিয়েও
যে খায় অন্যের!
গরীব-দুঃখী পাশে রেখেও
যাকাত দেয় না পণ্যের ||
বজ্রাঘাতে পতন করে
সমান করে ধরণী!
ভ্রষ্টাচার বৃষ্টিস্নাতে-
গমন শান্তিপুর সরণী ||