ও দেয়া ডাকিস না, আর ডাকিস না, মনে লাগে ভয়
আমার মন মজাইয়া গেল বন্ধু, তার জানি কি হয় !!
বন্ধু আমার রসের হাঁড়ি হৃদয় আমার নিয়েছে কাড়ি
আলা-ভোলা কথার মেলায় আমায় করল জয় !!
বোশেখ মাসের কাল ঝড়ে বন্ধু এলো আমার ঘরে
লোক-লজ্জার ভয়ে ভাবী, কে জানি কি কয় !!
তবুও তোমায় দিলাম তাড়ি অন্তর কাঁদাইয়া গেলা ছাড়ি
কি করে যে বুঝাই তারে জ্বলছে আগুন অন্তর-ময় !!
দেয়া রে তোর কি হইলো পইছাল বাতাস জোরে বইলো
সাথে ঝিলিক চোখ ধাঁধায়ে বন্ধুর পথের কাঁটা হয় !!
এবার বলি ছাড়রে দেয়া ভয়ে আমার কাঁপছে হিয়া
না হলে জানে মরিবো, কিরা দিলাম আর বাঁচার নয় !!
আমার মন মজাইয়া গেল বন্ধু, তার জানি কি হয় !!