কবি যতই মশগুল হয় প্রেমে
মনের ছন্দ, হৃদয় নিংড়ে আসে নেমে!
প্রেম ও কবিতা, একে অন্যের অনুপূরক
প্রেমহীন কবিতা-সৃষ্টি, নিরস শব্দ-ধারক!
অবনীতে সৃষ্টি হয়েছে যত সুন্দর কবিতা
তারই সৃষ্টি মূলে, ধারণ করে আছ তুমি সবিতা।
তাই বলি,-
হে উৎপাদ্যমান, ছান্দসিক রূপের কন্যা
তোমার প্রেরণায়, কবি-মনে বয়ে যাক কাব্য বন্যা!
যদিও তুমি, অনুপ্রেরণা দিয়ে করেছ ঋণী
মনে রেখ, কবি নয়, তুমিই আসল কাব্য খনি।
দাও গো আরও দোলা, ফুটুক কাব্য গোলা
তোমার প্রেমের পরশে, আমি হয়েছি আত্মভোলা!
বেভুল কাব্য গুলোর পাশে ছায়া হয়ে
তোমার নামটিও যাবে সমান তালে বয়ে।