ওরে তোরা চাইয়া দেখ-
ঈশান কোনে কি হইলো-রে করছে কাল মেঘ ||
আকাশ থাইক্যা পড়ছে আগুন, এইটা কোন মাস?
বাতাস টা দম মাইরাছে করছে হাঁস-ফাঁস!
ব্যাপারটা বুইঝা নানা কোমরে গামছা বান্দে
নানীরে ডাইকা কয় যেন এই বেলা না রান্দে!
আগুনের ত্যাজে ঘাইমা যায় নানীর ঘ্যাগ্-
ওরে তোরা চাইয়া দেখ্-
ঈশান কোনে কি হইলো-রে করছে কাল মেঘ ||
নানা গ্যাছে গরু আনতে মোহডাঙ্গার চরে
ঈশান কোনের সাজন দ্যাইখা নানী কেমন করে!
এবার বাউল বাতাসে বুঝি করবে সর্ব-নাশ
চিন্তায় পইড়া নানী ভাবে এইটা কোন মাস?
বৈশাখ মাস পড়ছে আইজ পঞ্জিকাতে লেখ্-
ওরে তোরা চাইয়া দেখ্-
ঈশান কোনে কি হইলো-রে করছে কাল মেঘ ||
বাড়ীর পিছে বড় সড়কে উইঠা দ্যাখে নানী
বুড়ার কোমরে গামছা বাইন্দা গরু আনছে টানি!
পিছন থাইক্যা পাগলা বাতাস আইলো ধুলা নিয়া
বাঁচার জন্যে দিল দৌড় ক্ষেতের আইল দিয়া!
নানী তাই রাগে কয় ও-রে বুড়া শেখ্-
ওরে তোরা চাইয়া দেখ্-
ঈশান কোনে কি হইলো-রে করছে কাল মেঘ ||
পড়ি-মরি কইরা বুড়া বাড়ী পৌঁছে যখন
সড়াৎ সড়াৎ কইরা বাজ পড়িছে তখন!
আল্লা-খোদা কইরা বুড়ি মাথায় দিল হাত
ঘরের চালা উইড়া গ্যাছে কমেনে কাটে রাত?
বছরের পইলা দিনে নানারে দিল ঠ্যাক্-
ওরে তোরা চাইয়া দেখ্-
ঈশান কোনে কি হইলো-রে করছে কাল মেঘ ||
(ব্যবহৃত আঞ্চলিক শব্দের চলিত রূপ-
থাইক্যা=থেকে, মাইরাছে=মেরেছে, বুইঝা=বুঝে, ডাইকা=ডেকে, রান্দে=রাঁধে, ঘাইমা=ঘেমে, গ্যাছে=গিয়াছে, দ্যাইখা=দেখে, পইড়া=পড়ে, আইজ=আজ, উইঠা=উঠে, বাইন্দা=বেধে, আইলো=এলো, উইড়া=উড়ে, পইলা=পহেলা।)