ক্রান্তি লগনে মনে পড়ে
তোমাকে হারাবো বলে
বেশী-বেশী পোড়ায় হৃদয়
অন্তর যায় গলে!
একটি বছর তোমারে লয়ে
করেছি অতৃপ্ত সহবাস
সময়ের কাজ সময়ে না করে
আমার হয়েছে সর্বনাশ!
বিদায়ের লগনে খুব লাগে
এখন বুঝি হাড়ে হাড়ে
কত অবহেলায় করেছি পার
গুরুত্ব দিইনি তারে!
আবার যদি ফিরে আস তুমি
আদরে লইবো কোলে
প্রতিটি দিন-ক্ষণে সাজাবো
তোমায় ভালবাসার ফুলে!
অন্তর্দাহে জ্বলেছে আজ
চৈতালি খর তাপে-
অসম প্রেমের খেসারতে পোড়ায়
বিদায়ে কার পাপে?
জানি আমি দিতে পারিনি
তোমার সময়ের মূল্য
আমারই মাঝে যা দিয়েছ
নাহি হবে তার তুল্য!
তবুও তোমায় বলি-
বলি আরও করুণ সুরে-
ক্ষমা করে দাও, হে বিদায়ী বর্ষ
দিও না ঠেলে দূরে।