চৈতালি বাতাসে উড়ে কাল কেশী
সোনার বদনে বাঁকা ঠোটের হাসি
কন্যার শরীরে যৌবনের নাচনে
উতলাইয়া পড়ে ওগো প্রাণ বন্ধুর সনে
এমনও দিনে কে বসে ঘরে থাকে রে-
ব্যাকুল বাতাসে নতুন যৌবন আসে রে ||
বাসন্তী শাড়ী পড়ে নদীর পাড়ে ঘুরে
প্রেমের জোয়ারে গেয়ে উঠে সুরে
দেখ তার ঠমক-ঠমক চলনের ছন্দে
গায়ে মাখায়ে ওগো সুবাসিত গন্ধে
পাগল করে বন্ধু কত যাদু করে রে-
ব্যাকুল বাতাসে নতুন যৌবন আসে রে ||
পরাণে চায় শুধু সারা জনম রও তুমি
যাইও না যাইও না জড়ায়ে রব ঘুমি
সুধা ভরা মাসে মন কেমন করে
আকুলি-বিকুলি ওগো ভালবাসার তরে
স্বপনে আলিঙ্গনে এ জনমে থাক রে-
ব্যাকুল বাতাসে নতুন যৌবন আসে রে ||