বৈশাখ এলো
শাখায় শাখায়
বৈচিত্র্য নিয়ে!
পুরনো কে
ঝেড়ে ফেলে
নতুনের স্থান দিয়ে।
সারা বছরের
জড়ায় জর্জরিত
জৈবিক অঙ্গে!
চৈত্রের খর-তাপে
পুড়ে-মুছে এ
সোনালী বঙ্গে।
দূর হোক তবু
দূর হোক পুরনো
বছরের তরে!
নব বর্ষের
বৈশাখ মাসে
দাও গো নতুনে ভরে।
বৈসাদৃশ্য গেলো
বৈশাখ এলো
বৃক্ষের শাখায়!
নব উদ্যমে
প্রকৃতি সাজে
বঙ্গ প্রসাধন মাখায়।