জঠর জ্বালায় আন্ধার দেখি
            ভাইব্যা না পাই কুল!
নিরুপায় হয়ে পান্তা খাই
            এইডা কি আমাগো ভুল?

এক মুষ্টি চাইল ফুটাই
            আধা বেলা খাই!
পাতিল ভইরা পানি দিয়া
            পান্তা করি ভাই!

ইলসা-ভাজি লাগে না-রে
            কোন ভর্তা-পাতি!
পিয়াজ-মরিচ সামনে পাইলে
            উদর পূজায় মাতি!

একদিনের কিষাণ সাইজ্যা
            যতই খাটি হও!
আমাগো খাবার তোমরা খাইলেই
            আসল মানুষ নও!

অযথা দাম বাড়াও
            গরীবের পেটে লাথি!
বেহায়া সাইজা ঘুরাও পার্কে
            উদলা সারা রাতি!

দোহাই লাগে ভেঙাইয়ো না
            আমরা যেমন থাকি!
তোমরার মতো তোমরা থাক
            লজ্জা-শরম ঢাকি!

(ভাইব্যা=ভেবে, এইডা=এটা, আমাগো=আমাদের
চাইল=চাউল, ইলসা=ইলিশ, সাইজ্যা=সেজে
ক্যান্=কেন, তোমরার=তোমাদের, ঢাকি=ঢেকে।)