নীল আকাশটা
আরও নীল
তোমার পরশে!
ভালবাসা জেগে
উঠে মোর
হৃদয় আরশে ||
ছন্দ-হীন গদ্য ন্যায়
বিশুষ্ক জীবন ধারা!
নির্ভাবনায় বইত শত
প্রেমিক তন্ত্র ছাড়া ||
কি জানি কি করে আমায়
দিলে পুনঃ প্রাণ!
নীরস গদ্যে কলি জুটে
বাঁধতে আবার গান ||