বাতাসটা দম মেরেছে
মেঘের ঘন দল!
ঊর্ধ্বাকাশে আতালিপাতালি
ভীতু ধরণীতল।
না জানি কি শঙ্কা মনে
কি হবেরে আজ?
গুড়-গুড় ডাকছে শুধু
পড়ছে না কোন বাজ।
মুড়ি বাজা বাজছে তথায়
ছিটাবে এই ক্ষণ!
ছিটে-ফোঁটা বৃষ্টি নিয়ে
ফেলছে আকাশ তন।
শুভ্র-সাদা বরফ খণ্ড
যেন তুলোর ডেলা!
মেঘ হতে ভেসে এসে
করছে শত খেলা।
টুপুর-টাপুর শিলা পাতে
ভরছে মাঠ-ঘাট!
টিনের চালের উগ্র-ধ্বনিতে
কানের পর্দা ফাট।
কৃষাণীর উলুধ্বনি
ফসল বাঁচায় কেরে!
বৃক্ষ-লতায় পত্র শূন্য
পক্ষীকুল যায় মরে।
এত বিপদ থেকেও তবু
শিশুর ঝাঁপা-ঝাঁপি!
শিলা-বরফ কুলফি হবে
করে লাফা-লাফি।