মোদের ভালবাসা দাও
মোরা শুধু ভালবাসা চাই!
ভালবাসার কাঙাল হয়েছি
ভালবাসা যেন পাই!
সুস্থ-সবল পঞ্চেন্দ্রিয়-
তোমাদের শক্তি রয়েছে হাতে!
বুদ্ধি-জ্ঞান শক্তির জোরে
ভোগ-বিলাসী দুধে-ভাতে!
প্রকৃতির খেয়ালে বুদ্ধিহত
মোদের সরল সোজা মন!
এই অকর্মণ্য দেহখানিরে
ভালবাসে কোন জন?
ধরণীতলে বিধাতা যত কিছু
দিয়েছে তোমাদের তরে-
লোভ নেই তাতে শুধু ভালবাসা
আর খেতে চাই পেট ভরে।
(বুদ্ধি-প্রতিবন্ধীদের উদ্দেশ্যে লেখা)