কালবৈশাখী ঘন মেঘে গুড়-গুড় ডাক
পশ্চিমাকাশ ছেয়ে গেছে উড়ছে বকের ঝাঁক!
গরুর পালে রাখাল দৌড়ায় নিরাপদে বাস
উতল হাওয়ায় কৃষক কুলের করবে সর্বনাশ!
মেঘ ভেসেছে ছুটছে বাতাস করে শন-শন
মুক্তমনে শিশুর দলে নাচছে সেই ক্ষণ!
কেউবা ছুটে আম্রতলায় কুড়ায় আমের কড়া
ভীতুরা সব ব্যস্ত তখন রোধে ঘর পড়া!
নতুন বধূ উঁকি মারে আকাশের কি হাল
মাথায় বাজ পড়ে যদি শাশুড়িদের গাল!
বুড়ো দাদা কাঁপছে ডরে বলছে হও সামাল
ডাল ভাঙছে, ঘর পড়ছে, উড়ছে খড়ের খামাল!
কৃষ্ণ-কালো শুভ্র মেঘে উথাল-পাতাল করে
বজ্র-ঝিলিক চোখ ধাঁধায়ে ঠা-ঠা করে পড়ে!
ধুলার ঝাঁপটায় প্রথম ধাক্কা তারপর ছিটে বৃষ্টি
তীরের ন্যায় পড়ছে ঘন হারায় দূরদৃষ্টি!
উড়ছে চালা, উড়ছে ডালা, উড়ছে কত কি
ওগো প্রভু বাঁচাও হতে প্রলয়ঙ্করী ঘূর্ণি!
এ ঘর হতে ওঘর ডাকে পড়শিরা সব কই?
বিপদ কালে বাঁচার তরে হাঁক-ডাক দিয়ে রই!