কাব্য লিখে কবি হবো
      এই বাসনা সবার!
শব্দ-বমন হউক শত
      প্রেমিক মন পাবার!

সাজাও যখন বাক্য গঠন
      হয়নি শব্দ যোজন!
অপ-শব্দের অমিল ছন্দে
      কর শত মাজন!

প্রেমানুরাগী মনোমন্দিরে
      অপূজ্য সে কথায়!
ব্যর্থ মনে ধিক্কার দেই
      নেই কিছু তোর মাথায়!

হন্যে হয়ে খুঁজে ফির
      কোথায় পাবে কাব্য!
শিরোনামের নীচে লিখ
      কবি আমি নব্য!

বলিহারি কবি হয়ে
      নাম ছড়ায়ে দেশে!
জারিজুরি ফাঁস হয়ে
      লাঞ্ছিত হও শেষে!

দুদিনের কবি হয়ে
      করলে কবিতা চুরি!
অশান্তি লজ্জা মাথায়
      ভরলে তোমার পুরী!

যার পাওনা তারে দাও
      তোমার কি ক্ষতি?
সম্মান দিলে তোমার সম্মান
      কমবে না একরতি!