স্বাধীনতা দিবসে
অঙ্গীকার করি
দেশকে ভালবেসে!
স্বাধীন দেশের
সন্তান আমি
আবাস বাংলাদেশে ||
রক্তে আমার
মিশে আছে
প্রতিবাদী কণ্ঠস্বর!
অন্যায়-অবিচার
সহ্য নহে আমি
কাল বৈশাখী ঝড় ||
যেথায় দেখি
রক্তশোষক অবাঞ্ছিত
পরজীবীদের বাস!
ঈশান কোণের
কালচে মেঘের
গর্জনে গড়ি ত্রাস ||
আধমরাদের পাশে
থাকি সাহসী
করি মনোবল!
প্রতিবাদী কণ্ঠ দিয়ে
অন্যায়ের বিরুদ্ধে
গড়ি দুর্বার দল ||
মিথ্যার বেসাত
করে যারা তাদের
জানাই ধিক্কার!
মিথ্যা ছেড়ে সৎপথে
চল এই বলে
করি চিৎকার ||
স্বাধীন দেশে
কেন রবো অন্যের
কারবারের হাতিয়ার?
নিজের মতো চলবো
করবো না অন্যের
কোন ক্ষতি আর।