আকুল করা ব্যাকুল বাতাস
চৈত্রের শেষ বিকেলে;
মনের কোনে দোলা দিয়ে
নয়ন হরা ঢেউ খেলে!
রৌদ্রোজ্জ্বল শুষ্ক দিনে
বৃক্ষরাজির ফুল ঝরে;
নতুন পাতা করে চিকচিক
সূর্যের আলো তার পরে!
মোহিনীয় দৃশ্য আঁকে
উপবনের কুলে কুলে;
প্রাণ-সখা পাশে এসো
এমন দিনে প্রাণ খুলে!
উথাল মনের চঞ্চলতায়
আরও কাছে নাও টেনে;
প্রকৃতির খেয়ালী নয়
যৌবন জ্বালায় দুই জনে!