বল হে প্রভু,
ওর কি অপরাধ ?
আমি তো মানুষ
আমার আছে সবই,
রূপ, অর্থ, বিত্ত-বৈভব,
কিন্তু রাস্তার ধারের ওই কুৎসিত ছেলেটার ?
বল হে প্রভু,
ওর কি অপরাধ ?
সেও তো মানুষ-
তারও আছে একটি মন,
মনের বাসনা পূরণে
তুমি কেন জ্বলে পুড়ে ছারখার ?
বল হে প্রভু,
ওর কি অপরাধ ?
সেও তো নারী,
ওর আছে যৌবন
রূপের রুক্ষতায় বিরূপ সমাজ-
যৌবন ক্ষুধা মিটাতে কেন তুমি অসাড় ?
বল হে প্রভু,
ওর কি অপরাধ ?
সেও তো মানুষ,
ওর আছে জঠরজ্বালা-
অর্ধাহারে একবেলা অপুষ্ট খাবার
পার না দিতে কি, তোমার নাই কিছু করার ?