সমাজের হিত কাজে
গমন করে হায়
সকলেরে নিয়ে চলে
রহে সামাজিক বন্ধন!
সততা ও ভালবাসা
সকলেই চায়
নিজ স্বার্থ বিলিয়ে রত
অপরের তরে ক্রন্দন!
প্রচলিত বিধি-বিধান
মানিয়া যে চলে
মানব কল্যাণে ব্রত -
নিয়ে ধরণী যে ভরে!
অনুকরণীয় কর্ম-
গুলো সর্বদা ফলে
প্রবল আকাঙ্ক্ষা মনে
এমনি যেন সবে করে!
সমাজ মানিয়া চলে
সভ্য হয় সে
সভ্যতার মানদণ্ড
কোন আইনের বলে!
আদি-জনে দিগম্বরে
চলিত দলে
তথায় সভ্যতা
বলি কতটুকু হলে!
পুরাকালের নগ্নতা
সকলি রেওয়াজ নয়
বাস্তবতায় তাদের ভূষণ
পাইতো না ধরায়!
প্রতিকূলতায় নিজেরে
টিকাতে ছিলনা জ্ঞান কত
নিরুপায় হয়েই সঁপিত
দেহ খাইত জড়ায়।|