আমার পাওনা বুঝিয়ে দাও
          কোন করুণা নয়
                    চাই অধিকার!
ঘাম জড়ানো শ্রমে গড়া দেশ
          তুমি ভোগ কর
                    আমায় ইনকার ||

আর পাবে না, হও সামাল
          যা খাবার খেয়েছ
                    এখন হিসাব চাই!
ভুলে যেওনা, আমি বাংলাদেশী
          কিছু বলিনি বলেই
                    ভেবো না ভয় পাই ||

অনেক সয়েছি, আর পারিনা
          সুদে-আসলে
                    ফেরত নেয়ার পালা!
যদি না দাও তবে শোন
          তোমার প্রাসাদের
                    ফটকে দেব তালা ||

ভেবো না, এটা শুধু হুংকার
          দুর্বলের না পাওয়ার
                    এটা বাদানুবাদ!
কারণ, এই উত্তাল মার্চে
          জন্ম হয়েছে -
                    বাংলাদেশী জাতীয়তাবাদ ||