ক্ষমা কর বন্ধু
            এ পড়ন্ত বেলায়;
পশ্চিমাকাশে
            মেঘের আনাগোনা!
কখন ঢেকে দিবে
            ক্ষীণ বেলা।
জীবন নৌকা
            বাইতে বাইতে-
অসীম কুলের
            না পাই ঠিকানা!
পাহাড় সমান
            ঢেউ করে খেলা।

আজ এখুনি, এই
            বুঝি ডুবিল নাও-
আসছে ঝড়, বাতাস
            বহিছে তড়তড়!
তবুও হইনি সামাল
            করি অবহেলা।

আর নাহি বেলা
            সময় পাবো না কাল!
এখনি সময়-
            তাড়াতাড়ি হই সামাল।