শিমুল ফুল শিমুল ফুল
ঘিরে ধরেছে বুলবুল;
শালিকের ঝাঁক ডালে-ডালে
মৌটুসির দল ফুলে ফুলে
পাখ-পাখালির কূজনে মুখরিত চারিধার!
ডালে ডালে থোকা থোকা
লাল টক টকে আঁকা-জোঁকা;
পঞ্চ-পাপড়ি তারকা তুল্য
বাসন্তী বায়ে দোদুল্য-
শিমুল ফুলে ভরা গাছে অষ্টাদশী রূপাধার।
গাঁয়ের পথে নদীর কুলে
শাখা প্রশাখায় ফুলে-ফুলে;
বাড়ীর সামনে পুকুর পাড়ে
পাড়ার মেঠো পথের ধারে
শিমুল গাছ ফুলে সাজে চিরায়ত আমার দেশ!
শিমুল কলা শিমুল কলা
চৈত্র শেষে তুলার মেলা;
কাল বৈশাখী ব্যাকুল বায়ে
সাদা নরম তুলায় ছেয়ে-
নিত্য সাথী নরম বালিশ শয়নকালে মাথায় ঠেস।