বসন্ত এলো বলেই
মনে নতুন করে রঙ লেগেছে!
ঘাটের অথৈই জলে
ডুবে যাওয়া পানসি জেগেছে ||
ইচ্ছে জাগে আবার
পাল্লা দিয়ে ও ঘাটে যাব!
বয়স ব্যাপারই না
মাল্লা সেজে নায়ক হব ||
গায়ে ফুরফুরে বাতাস লেগে
কুঁচকে যাওয়া ত্বকে!
তেলতেলে একটা আভা ছড়িয়ে
হয়েছে টক-টকে ||
বসন্ত এলো বলেই
আবারও পুরানো ইচ্ছা জাগে!
অতীতের স্মৃতিগুলি
তোষের অগ্নিতুল্য তেজি লাগে ||
শিমুল পলাশের সাজে
তুমি এসো আমার পাশে!
তলাফুটো পানসি সঞ্জীবনী-
সুধায় অথৈ গাঙ্গে ভাসে ||