রাতের আকাশের লক্ষ তারার মতো ফুটুক শব্দ
আকাশ-গঙ্গার আলোক ধারায় গাঁথিব মালা!
থরে-থরে সাজাবো লাইন নক্ষত্রের অধীনস্থ গ্রহ-
যেমন সাজে ঠিক তেমন কবিতার ছন্দ-কলা।
বসন্তে বৃক্ষ-শাঁখে ফুটে যত ফুল শোভিত উপবন
উপত্যকায় শোভা পায় বর্ণিল মোহিত সাজে!
বর্ণমালার মিশ্রণে শব্দ-ফুলের কাব্যমালা গেঁথে
প্রেমিক হয়ে পরাবো গলায় প্রেমিকার মাঝে।
পক্ষীকুল এসো কলরবে নৈর্ঋত কোণের বটবৃক্ষে
তোমার কূজনে শিখাও বাক্য সুমধুর ছন্দ!
আমার কবিতার রসদ যোগাও নিত্য নতুন করে
উৎপাদ্যমান কাব্যে আনন্দিত পাঠক-বৃন্দ।