ছোট্ট একটি নীড় আপন মনে
গড়াবো বলে করেছি পণ!
দিবা-নিশি মনের আবেগ ঢালিয়া
সাজিয়ে চলি প্রতিক্ষণ!
দখিনা বায়ে দোলা দিয়ে যাবে
প্রশান্তি জোগাবে মনে!
কবিতার রসদ উড়ে উড়ে এসে
ভরিবে সেই ক্ষণে!
ছোট বারান্দার হেলান চেয়ারে
আয়েসি ঢংয়ে চোখ বুজে!
হারানো দিনের অপূর্ণ ভালবাসার
না পাওয়ার স্মৃতি খুঁজে!
সাজানো গোছানো বাগে
ফুটিবে কত জাতের ফুল!
পাশ ঘেঁষে বাধানো ঘাট
ছুঁয়ে যাবে বংশী নদীর কুল!
বরষায় মৃদু স্রোতে ভরিবে
যখন নদীর বুক খানা!
ঘাটে বাধা ডিঙ্গিতে, বাঁকে-বাঁকে
ঘুরিতে নেই মানা!
এমনি কত কল্পনার ভরি উঠে মন
প্রাণের আবেগ ঢালি!
দিবা-নিশি শ্রম দিয়ে অর্থ যোগাই
কত দেই জোড়া তালি!
বন্ধু-বান্ধব, আপন যত
নিতে নাহি পারি নিত্য খোঁজ!
সময়ের অভাবে ছন্দ-হীন কাব্যে
দিয়ে গেলাম পাগলা-বোঝ।