ওগো প্রেমের নাইওরী
প্রেম কানন
এলে দু’মাসের তরে
জাগে শিহরণ!
প্রাণের সঞ্চারিণী তুমি
প্রেম বৃন্দাবন
দোলা দিয়ে জাগাও
মনে ভরা প্লাবন!
স্বর্গীয় সমীরণে
ভরা যৌবন টলমল
গড়ে তোলো
ভূস্বর্গ কুসুমে ঝলমল!
তোমর পরশে
বিহঙ্গ সুরেলা ডাকে
অনুরাগে জড়ায়ে
তরু-লতা ফাঁকে!
তুমি ঋতুরাজ
জড়ায়ে বাসন্তী শাড়ী
দোলা দিয়ে যাও
এসো আমার বাড়ী!