আমার মুখের ভাষা
মায়ের ভাষা
আমার প্রথম বুলি!
সে ভাষায় মা ডাকিয়া
শুরু করিবো
আমার গানের কলি!
যে ভাষায় সুর তুলেছে
বউ কথা কও
মেঘের চাতক!
পাখি ডাকে নিজের
মতো, সকল ছেলে
নোয়ায় মস্তক!
মনি-ঋষি, লেখক
বাঙলা ভাষায়
গান গায় কত সাধু !
এই বাংলা মায়ের
মুখের কথায়
মিশে আছে কত মধু!
(প্রতিটি লাইনে একুশটি পূর্ণ-বর্ণ এবং সর্বমোট বায়ান্ন শব্দ আছে।)