ভালবাসায় আবদ্ধ হতে নাহি চাই একটি বিশেষ দিনে-
ভাল আশা দিয়েই ভালবাসা সূচনা করি ভাল মন চিনে!
দিন-ক্ষণ লক্ষ রেখে অনুপ্রাণন হয় শুভকাজের প্রবঞ্চনা-
শৈবলিনী চলে মহী পানে আপন প্রেমাবেশে নিত্যার্চনা!
অবিরত বহে দুকুল ছাপিয়ে নহে শুধু একটি দিনের তরে
প্রেম রসে বিভোর হয়ে মনের আবেগ ঢলিয়া পড়ে ।
গুরুজনে ভক্তিদানে, শিষ্য কি একবার করে নিবেদন?
সারাবছর অর্চনা করি, ভক্তের ফলে অর্চিত আসাদন!
অনুজ ভালবাসা লাভে অগ্রজ স্নেহে ভরি উঠে মন-
বিনিময়ে আপন স্বার্থ ত্যাগী শুশ্রূষায় ভরে তার জীবন!
প্রীতময় সুন্দর ভুবন আবদ্ধ মায়াজালে চারিদিক-
পাড়া-প্রতিবেশীদের প্রয়োজন একদা শুধু নয় হার্দিক।
শ্রদ্ধাবানে অগ্রে বাসে ভাল, শুধু এক দিনের সীমানা-
গড়িতে নাহি পারে আপন বলয় দুঃসহ কলির জামানা!
অতিভক্তি অতিভোজন, অতিলোভে আসক্ত হলে-
অতিষ্ঠ সমাজে ভালবাসা টিকে না একদিনের ছলে!
সংগীতানুরাগী সুরের মোহে যতই বিলাতে চাও হৃদয়-
একদিনের অতিসাধনেও সিদ্ধিলাভ হবে না সমূদয়।
পঞ্চেন্দ্রিয় সহনীয় যা অন্তঃকরণে পছন্দনীয় হবে যত-
মায়াপ্রপঞ্চ নিত্য তাহার ‘পরে ভোগবিলাসে হবে রত!
মানব জনমে প্রেম-প্রীতি ভালবাসা হয় মনের টানে-
নরনারীর ভালবাসায় ভূস্বর্গ গড়ে তা সকলেই জানে!
ভালবাসা হয়না একদিনের আবদ্ধ সীমানায় বসে-
বেলেল্লাপনায় অতিবাড় বাড়ে, ভালবাসার দিবসে।