টাকা দিয়ে ন্যায় কিনি
অন্যায় দীনতায়!
বাবা কেও ভাই ডাকে
নির্বাচনে জনতায়।
টাকা আছে বউ আছে
দিনরাত ব্যঞ্জনায়;
তার পরেও পাকা চুলে
শ্যালিকায় হাত-বুলায়।
টাকা দিলে বন্ধু মিলে
বিদেশের রং-মেলায়;
খুশিতে খিল-খিলিয়ে
বুকে নিয়ে চুমু খায়।
টাকা থাকলে শক্তি বাড়ে
অবলারে দমকায়!
বিচারেতে রায় মেলে
যতই কর অন্যায়।
টাকায় হয় জ্ঞানী-লোক-
কথাতে ঝনঝনায়!
বোকা’তে ভাবে শুধু-
শিক্ষা বিনে কোন জনায়?
টাকা ছাড়া সব ফাঁকা-
দান-খয়রাত আল্লায়;
বেহেস্তের হুর-পরীও
টাকা ছাড়া দুর-পালায়।
টাকা যখন সব কাজের,
না থাকলেই অন্যায়;
সারা জনম ভাল করেও
শেষে করে হায়-হায়!