পেঁজা-মেঘের বালিশ মাথায়
                       দিনপতি ঘুমিয়ে
দ্বিপ্রহরে ঘোমটা দিয়ে
                 আধার রাত্রি সাজিয়ে!

থরোথরো কাঁপছে বুড়ো
                   কাঁপছে পক্ষী গহনে
মাঘের অন্তে আবার জাগে
                    হিম-গিরির পবনে!

আড়মোড়া দিয়ে নীলাম্বুতে
                  জাগো ভানু দীপ্তিময়
নিঃস্ব যারা শক্তিহীন
              তাদের করাও হিম জয়!

কুজ্ঝটিকায় ডুবে ডুবে
                 ঘুমকাতুরের সন্তরণ
আঁখি মেলে চুপটি করে
               আবার পেঁজা-আস্তরণ!

লুকোচুরি খেলবে যখন
                   অথর্বদের ছেড়েদে
বিশ্বমাতার সৃষ্টিকুলে
               যারা রহে সাদা-সিদে!

পূনর্বহ হিমসংস্রব
           জলদি তাড়াও মাঘ শেষে
বঙ্গমাঠে উদয়াচলে
           নতুন তেজে বিজয়-বেশে!