বাংলায় বল, বাংলা বাঁচাও
সর্বক্ষেত্রে বাংলা চাই
বাংলা আমার মাতৃভাষা,
বাংলার মতো ভাষা নাই!
ফেব্রুয়ারিতে শ্লোগান উঠে
বাংলা আমার সব
মাস ব্যাপী বই মেলা আর
সভায় উঠে রব!
বাংলা নিয়ে আমরা যদি
এতই ভাবা ভাবি
ফেব্রুয়ারি বদলে কর-
ফাল্গুন মাসের দাবী!
ফেব্রুয়ারি ইংরেজি মাস
ভিন-দেশীদের ভাষা
বাংলা মায়ের কত চাওয়া
মিটবে কি তার আশা!
আন্তর্জাতিক ভাষা ভেবে
ইংরেজিকে তোষণ
শাড়ি ছেড়ে বাংলা মাকে
পড়াও স্বল্প-বসন !
সম্মান-হানী মায়ে হলে
সন্তানে কি স’বে ?
কাঁপবে দেশ বাংলায় বল
বাংলা বাঁচাও রবে!
সামন্তবাদ নির্মূল করে
স্বাধীন রাস্তায় চল
২১শে ফেব্রুয়ারি বদল-
করে ৮ ফাল্গুন বল!