লালিমা ঊষার আকাশ আজ
কেন উদ্ভাসিত হলো রে
ভোর বিহানের কুয়াশা কেটে
ঝাপটা কমে এলো রে !
ওরে তোরা বলিস না আজ
কেন এমন নতুন লাগে রে ?
কুহু-কুহু, কিক-কিক সুরে
কোকিল ডাকে বাগে রে !
দোয়েল ডাকে বসে ওই
শিমের মাচার শীষে রে
শিস দিয়ে মিষ্টি গানে আজ
কেন প্রাণেতে মিশে রে ?
ঘুঘু শালিক ফিঙ্গে ভাবে,
সুরে কেন আজ মন কাড়ে রে ?
আম্র-বাগ মুকুলিত হয়,
গাছে নতুন কুঁড়ি ছাড়ে রে !
এমন সময় রাঙ্গা-রবি
অনুযোগে ডেকে বলে রে
ভাষার মাসে শহীদের রক্ত
এতো রাঙ্গিয়ে জ্বলে রে !
কোকিল দোয়েল শালিক ফিঙ্গে
সকলে বলে হেসে রে
তাইতো আমরা মুক্তকণ্ঠ পেয়েছি
দেশকে ভালবেসে রে !
ভাষার জন্য সালাম রফিক
শহীদের রক্তে ভাসে রে
আমরা সবাই প্রাণ ফিরে পাই
এই ফেব্রুয়ারি মাসে রে !