যদি তুমি মানুষ হতে চাও
তবে সুবচন হও!
যদি ভাল মানুষ হতে চাও
তবে মিথ্যাবাদী হও!!
যদি অর্থশালী হতে চাও
তবে নীতি-ভ্রষ্ট হও !!!
সত্যবাদী কখন হয়?
যখন সুবাক্য প্রকাশিত নয়!
ভাল মানুষ কখন হয়?
যখন বুদ্ধি প্রসন্ন নয়!!
নীতিবান কখন হয়?
যখন মনোবল সাহসী নয়!!!
না, না আমি মানি না!
নীতি কথা সব সেকেলে!
সত্যবাদীরা বোকা বলেই-
যুগ যুগ ধরে মিথ্যা বাক্য আউড়িয়ে ভুলিয়ে রাখে!
মনের সান্ত্বনার অতিকথন, আমি সত্
আমি নীতিবান। আহ্ কি শান্তি!
কিন্তু, এটা বোকার বাক্য! যেমন আমি ছিলাম!
সকল বাধ ভেঙ্গে, আমি অর্থ চাই, বিত্ত চাই!
আর পরে পড়ে মার খাব না, পিছে থাকবো না
রসালো কথা বলবো, মিথ্যাকে অলঙ্কৃত করবো
সমাজের স্রোতধারা যেদিকে বইবে, সেদিকেই যাব!
হায়! কিন্তু পারছি কই?
কত দীক্ষা, শিক্ষা, প্রশিক্ষণ নিতে ধারে ধারে ঘুরলাম
তার পরও আমি যেই সেই রইয়ে গেলাম।
শেষ-মেষ আমি সত্, নীতিবান রয়েই গেলাম।
কারণ, আর কি বলবো-
আমার সত্ত্বা কেবল আমাকেই খোঁজে।