যে জনে জ্ঞানের অন্বেষণে
মাগে দ্ধারে-দ্ধারে!
বুদ্ধ-মিনার ঢেলে দু’হাতে
গড়ে প্রভু তারে।
ছোট-বড়, জ্ঞানী-মূর্খ
সকলেরে যে মানে!
লোকে বোকা ভাবলেও
আসলে সে জানে।
জ্ঞানী যে হয়েও দম্ভোক্তি
নাই কোন কাজে!
ভরা কলসের গভীরতায়
বাদ্য কম বাজে।
আলোয়-আলোয় পূর্ণ হোক
তোমার জ্ঞানাধার!
আগামীতে বিকশিত হবে
সম্ভাবনা অপার ।
ধন-রত্নের পাহাড়ে যত
করেছ জীবন-যাপন!
সর্বত্যাগী হয়ে জ্ঞানের সন্ধানে
তুমি হও আপন।