বাংলা কবিতা ডট কম এর "কবিতার আসর" এ আজ হতে ৫০ দিন পূর্বে ০৯/১২/২০১৫ ইং তারিখ আমার কবিতা "ছোট বেলা" প্রথম পোষ্ট করে যাত্রা শুরু করেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং কবি-বন্ধুদের অনুপ্রেরণায় একটানা প্রতিদিন কবিতা পোষ্ট করার সৌভাগ্য হয়েছে। আজ আমার পঞ্চাশতম কবিতা পোষ্ট করলাম; এ উপলক্ষে বাংলা কবিতা ডট কমের সম্মানিত এডমিন, কলাকুশলী সহ উক্ত আসরের সকল কবি-বন্ধুদের শুভেচ্ছা সহ আন্তরিক ধন্যবাদ জানাই।
পঞ্চাশে অর্ধশত
লেখা লেখির কাজ
৫০শে পঞ্চাশ আমার পূর্ণ হলো আজ!
আসরে আগমন
হঠাৎ করেই হলো
কালবৈশাখী ঝড়ের বেগে ঝাপটা বয়ে গেল!
*আপন আমার
প্রাণের কবি করে আমন্ত্রণ-
নিজের নাম লিখিয়ে পাশে আমায় নিবন্ধন!
ভান করি কাব্য রচি
হয়নি বাক্য মিল
দাবী করি কবি যদি গরিমা এক তিল!
লজ্জায় রাঙি কি যে বলি
কেমন আমি কবি
হযবরল ছন্দ সাজাই মিলেই যদি সবি!
আসরের বিজ্ঞ কবি
প্রাণের কবি তারা
অনুপ্রেরণা দিয়ে ভ্রান্তি শোধায় যারা!
তাদের তরে লাখো-
সালাম অগণিত শ্রদ্ধা
আসরের নতুন-পুরাণ লেখক-কবি বোদ্ধা!
*আপন-(সাইফ আল মাহমুদ আপন)