নিজ দেহে যথায় জীবাণু করে উৎপাত
আপনমনেই হস্ত সঞ্চালিত হয় তথায়!
জীবাণু ভাবে প্রকৃতির নির্মম অত্যাচার
নিশ্চিহ্ন আজি সভ্যতা, সর্ব কর্ম বৃথায়।
অস্তিত্ব টিকিয়ে রাখতে কুট-কৌশল
যত আপন পরিবেশে বিলায় সযতনে!
নিজে বাঁচিতে চাহিলে অন্যকেও কাছে
আনো যে সর্বদা মঙ্গলে তোমার মনে।
যে তোমার চাহে ধ্বংস, করিতে বিনাশ
তারও মাঝে তোমার সুরক্ষা রবে!
শত্রু-মিত্র, আবার ভালো-মন্দ বলো
অন্য বিনে বাঁচেনা কেউ বিচিত্র ভবে।
ডানে তোমার মিত্র চক্র শুভ্রতার বাহন
বায়ে রবে শত্রু তোমার করিতে দমন!
নিক্তিতে ওজন করে আনিতে সমান
সৃষ্টিকর্তার কেরামতে বিশ্ব চলে যেমন।
(চলবে--)