চৌ-কালের ব্যাপ্তি-
সকলের একই সমান!
শৈশব,কৈশোর,যৌবন,বৃদ্ধ তার প্রমাণ ।
ধরো, আশি বছর-
মানব জীবনের চৌ-কাল!
কারও ষাটে আবার কারও শত-বর্ষকাল ।
তারই মাঝে উপলব্ধি-
যে করে যতটুকু !
স্বল্পায়ুষ্কালে মশক ভোগ করে ততটুকু ।
অতিকায় হস্তির আয়ু-
যতই হোক দীর্ঘ!
মশক,মানব,হস্তির কর্মক্ষেত্র একই বর্গ ।
জন্মিয়াছে যাহা
মৃত্যু তাহার অবধারিত-
জীব, গ্রহ, নক্ষত্র এ মহাবিশ্বের বস্তু যত!
মৃত্যু মানে ধাপ
ক্ষুদ্র হতে বৃহৎ পরিসরে-
কাঠামো ভেঙ্গে নতুন দেহের সন্ধানে রত!
জীবদেহে করে বাস
ব্যাকটেরিয়া, ভাইরাস-
কুড়ে-কুড়ে খায়, বংশবৃদ্ধি তার অভিলাষ!
বাড়িলে উৎপাত
নির্মূলে সদা ব্যস্ত দেহ-
হারিলে ধ্বংস, আপন অস্তিত্ব বিনাশ!
(চলবে--)